বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার আয়োজনে, সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে শহরে প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু হয়ে মাটিডালী বিমান মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ সহস্রাধিক মানুষ অংশ নেন।
বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক শুক্রবার সকালে শহরের জিলা স্কুল চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন’ দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, ১১ পদাতিক ডিভিশনের প্রতিনিধি লে. কর্ণেল রায়হানুল রশীদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল, জেলা পরিষদ সদস্য মাহফুজা খানম লিপি, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবুল, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
বগুড়া সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা আজিজুর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এই ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আড়াই হাজার মানুষ রেজিষ্ট্রেশন করলেও পাঁচ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। দৌড় প্রতিযোগিতা শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে ২০ জনকে পুরস্কৃত করা হয়েছে।