শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে ছাত্রলীগের উদ্যোগে বালুর বস্তা ফেলে সড়ক মেরামত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২০৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের কয়েকটি ইউনিয়নের মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে সাড়ে ৪ শত বালুর বস্তা ফেলে বন্যায় সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে দিলো কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে নবগঠিত জেলা ছাত্রলীগের সভাপতি মো: রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন ও কেন্দ্রীয় সদস্য আশরাফুল আলমের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেরাই বালুর বস্তা ফেলে সড়কটি জনসাধারণের চলাচলের উপযোগী করে দেন।

কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কে শুলকুর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর পাশের বাইপাস সড়কটি বৃষ্টি ও ধরলার পানি বৃদ্ধি পেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এতে করে এই সড়কে চলাচলকারী মানুষের দুর্ভোগ বেড়ে যায়।

মানুষের দুর্ভোগ কমাতে নবগঠিত ছাত্রলীগ উদ্যোগী হয়ে সড়কটি মেরামতের কাজ করে।

ফলে পাঁচগাছী, যাত্রাপুরসহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ জেলা সদরের সাথে নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ সভাপতি মো: রাজু আহমেদ জানান, মানুষের দুর্ভোগ কমাতে জেলা ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে বালুর বস্তা ফেলে নির্মাণাধীন ব্রীজের পাশের বাইপাস সড়কটি মেরামত করে দেয়া হয়েছ। এতে করে লক্ষাধিক মানুষের চলাচলের দুর্ভোগ কমেছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন জানান, আসন্ন বন্যার পানি বৃদ্ধি পেয়ে সড়কটি ডুবে গেলে তখন সাধারণ মানুষের চলাচলের সুবিধার জন্য ড্রাম দিয়ে ভাসমান ব্রীজ নির্মাণ করে দেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com