বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

জ্বালানি হিসেবে কাঠ পোড়ানোয় দূষিত হচ্ছে পরিবেশ ।। ১২টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ

  • আপডেট টাইম : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৪৬ দেখা হয়েছে

শেখ নাদীর শাহ্,বাংলা হেডলাইনস পাইকগাছা(খুলনা): খুলনার পাইকগাছায় সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিচালিত ১২টি ইটভাটার সার্বিক কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন।

রবিবার (০২ মার্চ) সকালে ইউএনও’র কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলার সংশ্লিষ্ঠ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ভাটা মালিকরাসহ তাদের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশ দেন।

সভায় জানানো হয়, উপজেলার ৪টি ইউনিয়ন চাঁদখালী, গদাইপুর, রাড়ুলী ও হরিঢালীতে জনবহুল এলাকাসহ কৃষি জমিতেই সর্বমোট ১৩ টি ইটভাটা স্থাপন করা হয়েছে। যদিও মাত্র একটি ভাটার বৈধ কাগজপত্র থাকলেও বাকি ১২টির কোন বৈধতা নেই। লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়াই ওই সকল ভাটাগুলো স্থাপন করা হয়েছে। এমনকি সেখানকার জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে কাঠ, আর প্রয়োজনীয় মাটির যোগান দিতে কৃষিজমি কেটে ও নদী থেকে অবৈধ ভাবে মাটিসহ বালু উত্তোলন করা হচ্ছে। সর্বশেষ ভাটা পরিচালনায় সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কার্যক্রম পরিচালনার দায়ে ১২টি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

উপজেলার বিভিন্ন এলাকায় স্থাপিত ভাটা সমূহ হল, হরিঢালীর মাহবুবুর রহমান রজ্ঞুর যমুনা ব্রিকস ১ ও ২, গদাইপুর মুজিবুর রহমানের ফাইভ স্টার, ফতেমা রহমানের এফএফবি, চাঁদখালীর নাজমুল হুদা মিথুনের এসএমবি, মহিউদ্দিন খানের বিএকে, বাদশার খানের খান ব্রিকস, মুনছুর গাজীর এস এম ব্রিকস, আবদুল হালিমের স্টার ব্রিকস, আবদুল মান্নান গাজীর বিবিএম ব্রিকস, আবদুল জলিলের এডিবি ব্রিকস, শহাজাদা  ইলিয়াসের এমএসবি ব্রিকস, সিরাজুল ইসলামের এসবিএম ব্রিকস, শফিকুল ইসলামের এমবিএম ব্রিকস।

যদিও রাড়ুলীর মিনারুল ইসলাম ও ডালিম সরদারের ইটভাটা সাতক্ষীরার তালা উপজেলার সীমান্তবর্তী হওয়ায় পাইকগাছা উপজেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারেনি। তবে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণে তালা উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে৷

এব্যাপারে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি জমিতে গড়েতোলা ১৩টি ইটভাটার ১২ টিই বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।  তাই সেগুলো বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে সম্পূর্ণভাবে ওই সকল অবৈধ ইটভাটা গুলো সংশ্লিষ্ঠ মালিকরা বন্ধ না করলে সেগুলো ধ্বংসে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com