বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

খেলা শেষে সিরাজগঞ্জের অয়ন্ত বাড়ি ফেরায় এলাকায় আনন্দ

  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে ২ ম্যাচের প্রীতি ফুটবল ম্যাচ শেষে বাড়িতে ফিরেছেন অয়ন্ত বালা মাহাতো।

তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গোতিথা গ্রামের মনিলাল মাহাতোর মেয়ে। এজন্য ওই বাড়িতে এখন উৎসবের আমেজও শুরু হয়েছে। সম্প্রতি তিনি বাংলাদেশ নারী ফুটবল দলে খেলার সুযোগ পেয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত গ্রামের দিনমজুর অসহায় মনিলালের মাটির বাড়ি টিনের চালায় ঘর ছাড়া আর কিছু নেই এবং স্বামী স্ত্রী অন্যর জমিতে দিন মজুরি কাজ করে চলে তাদের সংসার। মনিলাল মাহাতো শেফালী দম্পতির ২ মেয়ে ও ১ মেয়ের মধ্যে অয়ন্ত সবার ছোট। বড়বোন রিনা রানি মাহাতো ও একমাত্র ভাই জয় কুমার মাহাতো স্থানীয় কলেজের শিক্ষার্থী। গত ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ জাতীয় মহিলা দলের হয়ে ২টি প্রীতি ফুটবল ম্যাচ খেলে অয়ন্ত বালা তার বাড়িতে আসেন। প্রথমেই তার ফুটবলের হাতে খড়ি প্রশিক্ষক নিহার রঞ্জন সরকার ও তার একাডেমিতে দেখা করলে একাডেমীর সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।

অয়ন্ত বালা মাহাতো সাংবাদিকদের বলেন, আমি এই প্রথম জাতীয় দলের সদস্য হয়ে বিদেশে খেলতে গেছি এবং আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। তারা আমাদের চেয়ে অনেক সিনিয়র, লম্বা ও স্বাস্থ্যবান। সামনে ইনশাআল্লাহ আমরা আরো ভালো করবো। এদিকে এলাকাবাসী বলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কৃতি সন্তান অয়ন্ত বালা মাহাতোকে নিয়ে আমরা খুবই আনন্দিত। তিনি সংযুক্ত আরব আমিরাতে ২ ম্যাচের প্রীতি ফুটবল ম্যাচ শেষে পরশুদিন বাড়িতে ফিরেছেন। এতে এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে এবং তার বাবার ওই বাড়িতেও উৎসবের আমেজ বইছে। আশা করা হচ্ছে আগামীতে তিনি আরো ভালো খেলোয়ার হবেন এবং দেশ বিদেশে সুনাম অর্জন করবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com