বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

ভারতের হামলায় নিহত বেড়ে ৩১: পাকিস্তান সেনাবাহিনী

  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: ভারতের বিমান হামলায় নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া হামলায় অন্তত ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

এর আগে ভারতের বিমান হামলায় পাকিস্তানে ২৬ জন নিহতের তথ্য জানায় পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারত ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

এদিকে ভারতের হামলায় পাকিস্তানে অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলা ও প্রাণহানির জেরে মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে অন্তত ২৬ জন নিহত হন। তবে ভারতের দাবি, তাদের হামলায় ৭০ জন পাকিস্তানি প্রাণ হারিয়েছেন। তাছাড়া ভারতের এ হামলায় বাড়িঘরের পাশাপাশি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে, পাকিস্তান দাবি করেছে, জম্মু ও কাশ্মীরে অন্তত ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ধ্বংস করেছে তারা। তাছাড়া, পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতের কাশ্মীরে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে, সশস্ত্র বাহিনীকে ভারতের হামলার জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে জানানো হয়েছে, সেনাবাহিনীকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: দেশি-বিদেশি গণমাধ্যম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com