বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে প্রেমিকা গণধর্ষণ মামলার প্রধান আসামী শামীম হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
সে সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম দত্তবাড়ি গ্রামের রফিকুল মেম্বারের ছেলে। সদর থানার ওসি (তদন্ত) আহসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উক্ত শামীম হাসানের সাথে একই এলাকার বাঐতারা পুনর্বাসন এলাকার এক যুবতীর সাথে ফেসবুকে প্রেম ভালবাসা শুরু হয়। দীর্ঘদিনে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক শামীম শুক্রবার বিকেলে প্রেমিকাকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে আসতে বলা হয়। এ বিশ্বাসে প্রেমিকা ওইদিন বিকেলে উল্লেখিত স্টেশনে যায়।
প্রেমিক সন্ধ্যার দিকে তাকে একটি সিএনজি যোগে একই এলাকার পিপুলবাড়িয়া গ্রামের বন্ধু সোহাগ হোসেনের বাড়িতে নিয়ে যায় এবং ওইদিন রাতভর শামীমসহ ৩/৪ জন তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন শনিবার দুপুরের দিকে প্রেমিকাকে সিএনজিযোগে জোরপূর্বক সিরাজগঞ্জে পাঠিয়ে দেয়া হয় এবং এ ব্যাপারে অসুস্থ ওই প্রেমিকা সংশ্লিষ্ট থানায় শামীমকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ শনিবার গভীর রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।