বাংলা হেডলাইনস: চারদিনের সরকারি সফরে বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত মঙ্গলবার (১০ জুন) এমিরেটসের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এরপর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সফরের তৃতীয় দিনে একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১৩ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।
লন্ডনের পার্ক লেনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টায়) বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
এদিকে বৃহস্পতিবার লন্ডনে প্রেস বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক সম্পর্কে বলেন, ”আগামী নির্বাচনের একটা তারিখ দেওয়া হয়েছে এপ্রিল। গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই বৈঠকটা খুবই গুরুত্বপূর্ণ। …তারা সবকিছুই আলাপ করবেন।‘’
বৈঠকের প্রস্তুতি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “এটার প্রস্তুতি হিসেবে আজকে (বৃহস্পতিবার) বিএনপির তরফ থেকে একজন কর্মকর্তাও এসেছিলেন, আমাদের সাথে কথাও হয়েছে। কালকে আমরা আশা করছি যে ৯টার মধ্যেই উনারা আসবেন। আসার পরে একটা একান্ত বৈঠক হবে। এই ক্ষেত্রে যদি উনারা মনে করেন যে আরও অন্য কেউ থাকবে, সেটা এই দুইজনেই ঠিক করবেন।”
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন প্রেস সচিব।
দেশের গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রেও এ বৈঠকের গুরুত্বের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।