শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মান্না মারা গেছেন

  • আপডেট টাইম : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মান্না রায়হান (৭১) মারা গেছেন।

রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। রবিবার গভীর রাতে আবারো তিনি অসুস্থ্ হয়ে পড়েন এবং তাকে ওই হাসপাতালে নেয়ার পথে ভোর সাড়ে ৫টায় তিনি মারা যান।

বাদ আসর শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পৌর কেন্দ্রীয় রহমতগঞ্জ কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। তার জানাযায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বহু ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, তিনি শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার এলাকার মৃত মুজিবুর রহমানের ছেলে এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও কবি আব্দুর রউফ পাতার ছোট ভাই। তিনি ১৯৭১ সালের মহান স্বাধনীতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ছিলেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি কবিতা,গল্প ও প্রবন্ধ রচনা করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com