বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো-নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামারচাচকৈড় গ্রামের মৃত ছইরউদ্দিনের ছেলে মোঃ ছাইফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ নয়ন আলি (৩৩)। র্যাব-১২’র অপস অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-১২’র অধিনায়কের দিকনির্দেশনায় আধুনিক তথ্য প্রযুক্তির সহযোগিতায় সোমবার বিকেলে তাড়াশ উপজেলার মান্নান নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ নগদ ১৫,৮০০/-টাকা, ৩টি মোবাইল ও ১টি ট্রাক জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা ট্রাকযোগে দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে তাড়াশ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।