বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

সিলেট মেয়র আরিফের বিএনপি থেকে পদত্যাগের হুমকি

  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৮০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চোঁধুরী স্থানীয় যুবদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দল থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন।

গতকাল শুক্রবার রাতে আরিফ তাঁর সিলেট বাসবভনে দলের নেতাকর্মীদের সাথে এক বৈঠকের পর ঘোষণা দেন যে যদি সম্প্রতি গঠিত সিলেট মহানগর যুবদল আহ্বায়ক কমিটি এবং সিলেট জেলা যুবদল আহ্বায়ক কমিটি পুনর্গঠন না করা হয় তা হলে তিনি বিএনপি থেকে পদত্যাগ করবেন।

এই ব্যাপারে আরিফুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চিঠি দেবেন বলে জানিয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুলের সাথে আরেকজন নির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরী এবং ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকও একই দাবিতে পদত্যাগের হুমকি দিয়েছেন।

শনিবার যোগাযোগ করলে আরিফ তাঁর অবস্থানে দৃঢ় রয়েছেন বলে জানান।  

শুক্রবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু যুবদল সিলেট জেলা ও  মহানগর ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন। সিদ্দিকুর রহামান পাপলুকে আহ্বায়ক ও মোঃ মাকসুদ আহমদকে সদস্যসচিব করে ২৯-সদস্য জেলা আহ্বায়ক কমিটি করা হয় এবং নজিবুর রহমান নাজিরকে আহ্বায়ক এবং শাহ নেয়াজ বখত তারেককে সদস্যসচিব করে ২৭ সদস্যের  মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সদ্য দুটি কমিটির কথা ছড়িয়ে পড়লে, সিলেট যুবদলের একাংশের নেতাকর্মীরা যারা নিজেদের দলে পরীক্ষিত এবং একনিষ্ঠ বলে দাবি করেন শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় নতুন কমিটির বিরুদ্ধে মিছিল করে।      

বিক্ষোভকারী নেতাকর্মীরা শুক্রবার রাতে বিএনপির সিনিয়র নেতাদের সাথে মেয়র আরিফের বাসভবনে বৈঠক করে। তারা সিদ্ধান্ত নেয় যদি যুবদলের নতুন কমিটি দুটি ভেঙ্গে পুনরায় নতুন কমিটি না করা হয় তা হলে এক যোগে পদত্যাগের ঘোষণা দেয়। 

.

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com