বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিএন্ডবি মোড় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সোহেল হোসনাইন কায়কাবাদ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইউনুস আলী, যুবদলের সাধারন সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হাসান জোবায়ের হিমেল সহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
ছাত্রদল র্যালি বের করতে চাইলে পুলিশ বাঁধা দেয়।পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।