বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে এমপি হাবিবর রহমানের ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনিসহ চার নেতাকর্মীকে ‘অবৈধভাবে’ বহিস্কারের প্রতিবাদে কর্মসূচি অব্যাহত রয়েছে।
বহিস্কারকারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিএমআই নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আবদুল হাই খোকনের বিরুদ্ধে মঙ্গলবার বিকালে শতাধিক নারী ঝাড়ু মিছিল করেছেন। মিছিল থেকে দুই নেতার বিরুদ্ধে নানা শ্লোগান দেওয়া হয়েছে।
মিছিল উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ধুনট পৌরসভা নির্বাচনে এমপি হাবিবর রহমানের ছেলে আওয়ামী লীগ নেতা আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন আলম ও ইমরুল কাদের সেলিম দলীয় প্রার্থী টিআইএম নুরুন্নবী তারিকের নৌকা প্রতীকে ভোট চেয়ে রাত-দিন পরিশ্রম করেছেন।
আব্দুল হাই খোকনকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতেও এ সকল ত্যাগী নেতারা নিরলসভাবে কাজ করেছেন। তারপরও দলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ব্যক্তিস্বার্থে এমপির ছেলেসহ দলের শীর্ষ নেতাদেরকে অবৈধভাবে বহিস্কার করেছেন।
তারা আরো বলেন, সরকারি প্রকল্পের অর্ধেক ভাগ না পেয়ে ১০টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকনের দ্বন্দ্ব সৃষ্টি হয়।
এছাড়া সনি আগামীতে আওয়ামী লীগের সম্মেলনে প্রার্থী হওয়ার কারণেও তিনি (হাই) ক্ষুব্ধ। আর এর জের ধইে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ ও ত্যাগী চার নেতাকে অবৈধভাবে বহিস্কার করা হয়েছে। এর আগেও ৫ জনকে বহিস্কার করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা দলের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক ও সাধারণ সম্পাদক আবদুল হাই খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন।