বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা বিএনপি বুধবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলালের সভাপতিত্বে ও সদস্য কেএম খায়রুল বাশারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, দলের চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান।
অন্যান্যের মধ্যে জয়নাল আবেদীন চাঁন, আহসানুল তৈয়ব জাকির, এমআর ইসলাম স্বাধীন, তৌহিদুল আলম মামুন, সহিদ উন নবী সালাম, মাফতুন আহম্মেদ খান রুবেল, আলী হায়দার তোতা, খাদেমুল ইসলাম খাদেম প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের ষড়যন্ত্র করে সরকার আগুন নিয়ে খেলছে। তাকে ছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস কোনোক্রমে লেখা সম্ভব নয়।
২৫ মার্চের আগে স্বাধিকার, স্বায়ত্বশাসন ও পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার আন্দোলন হয়েছে; কিন্তু জিয়াউর রহমানই সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেছেন।
সরকার তাকে নিয়ে টানাটানি করে আগুন নিয়ে খেলছেন। এতে তাদের হাত পুড়ে যাবে, ছাঁই হয়ে যাবে। এই খেতাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্জন করেছেন; তাকে কেউ দেয়নি। বক্তারা প্রতিহিংসার এ সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। অন্যথায় জনগণ এর দাঁতভাঙ্গা জবাব দিবেন।