বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজনীতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে।
জেলা আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার সকালে শহরে টেম্পল রোডের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজনুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ-সভাপতি ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট তবিবর রহমান, আবদুল খালেক, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, শাহাদত আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, আল রাজী জুয়েল, মাশরাফি হিরো, আবু সুফিয়ান শফিক, মাফুজুল ইসলাম রাজ, আমিনুল ইসলাম ডাবলু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আজ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এ দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে দেশে উন্নয়নের ভূয়সী প্রশংসা করছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ স্বল্পোন্নত থেকেউন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে। অর্থনৈতিক সূচকে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। জনগণের এখন মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার।
বক্তারা দলমত নির্বিশেষ সকল ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।