বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়া প্রেসক্লাব আয়োজিত মহান স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে আনন্দঘন পরিবেশে টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিদন্দিতামুলক খেলায় শহীদ একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শহীদ চাঁন্দু একাদশ নির্ধারিত ১৫ ওভারে ৮৯ রান সংগ্রহ করে।
দলের পক্ষে রাহাত রিটু ২১, সাখাওয়াত জনি ১৮, মহিত-উল-আলম মিলন ১৪ রান করেন। শহীদ আজাদ একাদশের বোলার সাগর কুমার রায় ২৯ রানে ২টি, মমিন জিলু ১টি উইকেট দখল করেন।
জয়ের লক্ষে খেলতে নেমে শহীদ আজাদ একাদশ ১৪তম ওভারে জয় সূচক ৯০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাইফুল ইসলাম ২৬, সাগর কুমার রায় ৯, মমিন সাইন ৮, নাজমুল হুদা নাসিম ৬ রান করেন।
শহীদ চান্দু একাদশের বোলার খন্দকার আব্দুর রশীদ প্রবাল ২টি, সাখাওয়াত হোসেন জনি ২টি ও মিলন ১টি করে উইকেট দখল করেন।
খেলা শেষে বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক। বগুড়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক এইচ আলিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক লতিফুল করিম।
বক্তব্য রাখেন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি সাগর কুমার রায়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ, প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এছাড়া দাবায় চ্যাম্পিয়ন বাদল চৌধুরী, প্রথম রানার আপ এমএকে সিদ্দিকী কামাল, দ্বিতীয় রানার আপ মুক্তার শেখ, ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আব্দুর রহিম, প্রথম রানার আপ মাসুদুর রহমান রানা, দ্বিতীয় রানার আপ মতিউর রহমান সরকার মতিকে ক্রেস্ট ও প্রাইজমানি হিসেবে পুরস্কারও প্রদান করেন।
টুর্ণামেন্ট পরিচালনায় স্পন্সর ছিলেন, বগুড়া শহরের রহমান নগরের সুপ্রিম ডেন্টাল সার্জারির ডা. সারোয়ার হোসেন সাফি।