বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আয়োজিত আওয়ামী লীগের জনসমাবেশে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের নেতৃত্বে সকল সহযোগী সংগঠনের সাথে পেশাজীবি লীগের নেতাকর্মীরা পলোগ্রাউন্ডে গেলে জনসভা জনস্রোতে রূপ নেবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দল গোছানো ও সাংগঠনিক শক্তি বাড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হল রুমে চট্টগ্রামে জনসমাবেশকে সফল করতে জেলা ও পৌরসভা পেশাজীবি লীগের উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী-পেশাজীবি লীগের সভাপতি মো: মোতাহার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: নাছির উদ্দিনের সঞ্চালনায় কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো: রফিকুল মাওলা, জেলা পেশাজীবি লীগের সহসভাপতি প্রকৌশলী রুবায়েত আহমেদ, যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম সাইদুল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বাবু প্রমুখ।
রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, ‘শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান আর বিএনপি-জামাত পিছিয়ে নিয়ে যেতে চায়, এটা মোকাবিলা করতে হবে। আমাদের সামনে চ্যালেঞ্জ আছে অপশক্তিকে রোধ করার। আমরা কোনো শক্তিকে খাটো করে দেখতে চাই না। মোকাবিলার প্রাথমিক পদক্ষেপ হিসেবে ৪ ডিসেম্বর চট্টগ্রামে জনসভা হবে। চট্টগ্রাম পলোগ্রাউন্ডের জনসভায় রাঙ্গামাটি জেলার সব উপজেলা-ইউনিয়নের প্রত্যেক নেতাকর্মীকে হাজির থাকতে হবে। সামনের নির্বাচনকে সামনে রেখে আমাদের এখন থেকে দলকে গোছাতে হবে, সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে বলে নেতাকর্মীদের আহবান জানান।
সভায় আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে আয়োজিত আওয়ামী লীগের জনসমাবেশে রাঙ্গামাটি থেকে জেলা আওয়ামীলীগের নেতৃত্বে সকল সহযোগি সংগঠনের সাথে পেশাজীবি লীগের সকলকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহবান জানানো হয়।