বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পাহাড়ে অবৈধ অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের খুন করার অধিকার কাউকে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।
তিনি বলেন, প্রতিনিয়ত তারা খুন, অপহরণ, চাঁদাবাজির মাধ্যমে পার্বত্য এলাকাকে অস্থির করে রেখেছেন। তাদের কারণে পাহাড়ী-বাঙ্গালী কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। তাই অবৈধ অস্ত্র উদ্ধারের আরো বেশী জোড়ালো পদক্ষেপ নিতে হবে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নানিয়ারচর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আব্দুল ওহাব হাওলাদার, সাধারন সম্পাদক ইলিপন চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: আনসার আলী, বাবুল কর্মকার, সুজিত তালুকদার জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক তপন দাশ (রবি), উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: মামুন ভুঁইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আওয়ামী লীগ পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে কথা বলেন। তাই এসব অবৈধ অস্ত্রধারীরা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভয় পায়। অস্ত্রের বিরুদ্ধে কথা বললেই তারা আওয়ামী নেতাকর্মীদের হত্যা করে। এছাড়াও পাহাড়ে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানান দীপংকর তালুকদার এমপি।
এসময় দীপংকর তালুকদার এমপি আওয়ামী মৎস্যজীবীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রজননকালীন তিন মাস হ্রদে মাছ ধরা বন্ধ থাকাকালীন সময়ে প্রায় সাড়ে ২২ হাজার বেকার জেলে পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য প্রদান করার ব্যবস্থা করেছে এবং তা বর্তমানেও অব্যাহত রয়েছে। তাছাড়া মৎস্য ব্যবসার সাথে জড়িতদের কল্যাণেও সরকার আন্তরিকভাবে কাজ করছে।
প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে নানিয়ারচর উপজেলায় আওয়ামী মৎস্যজীবি লীগের নতুন কার্যকরি কমিটি গঠিত হবে।
সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া এমপি দীপংকর তালুকদার সম্মেলন শেষে ৪টি ইউনিয়নের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।