রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ পূর্বাহ্ন

বিএনপি-জামাত ইতিহাসকে বারবার বিকৃত করেছে: রাঙ্গামাটি জেলা আ’ লীগ নেতা মুছা মাতব্বর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ১৪৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে নৃত্য ও বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) জেলা শিল্পকলা একাডেমিতে নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  সংগঠনের প্রধান পৃষ্টপোষক হাজী মো: মুছা মাতব্বর।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: শাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সহ সভাপতি, মো: আবু তৈয়ব, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শিমুল দে টিংকু, জেলা স্বেচ্ছােসবকলীগের সাধারন সম্পাদক মো: শাহজাহান, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: সাইফুল আলম সাইদুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  প্রকাশ চাকমা, সহ সভাপতি মো: সাইফুল আলম রাশেদ, যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ বাপ্পা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি তাদেরকে সঠিকভাবে গড়ে তুলে হবে। তিনি বলেন, বিএনপি-জামাত এদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বারবার বিকৃত করেছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।

প্রতিযোগিতায় জেলার প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com