বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকিকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১০ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলসহ দেশের আরও ৪ জন ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীযনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী দলীয় সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হওয়ার কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নেতৃবৃন্দকে দল থেকে বহিষ্কার করা হলো। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন হাসান রকির বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ এবং রাজাপুর ইউপি সদস্য আশরাফ আলীকে মারপিট এবং রাজাপুর ইউনিয়ন পরিষদ ভাংচুর ও সেবা প্রার্থীকে মারপিটের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিষ্কার করেছে।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা বলেন, সম্প্রতি বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রবিন হাসান রকির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এমন অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে বহিষ্কার করেছে। সেইসাথে তাড়াশ উপজেলার একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে হামলার অভিযোগে রানা মন্ডলকে বহিষ্কার করেছে।