শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:২৫ অপরাহ্ন

রায়গঞ্জ ছাত্রলীগের আংশিক কমিটি থেকে সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৬৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ৩৯ মাস পর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের অনুমোদন দেয়া আংশিক কমিটি থেকে পদত্যাগ করেছে সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ স্বাধীন।

পদত্যাগের কথা স্বীকার করে স্বাধীন বলেন, জেলা ছাত্রলীগের সহসভাপতি বাপ্পীর কাছে বৃহস্পতিবার (১১ মে) দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদনের বিষয়টি বুধবার (১০ মে) তিনি জানতে পারার কথা স্বীকার করে স্বাধীন বলেন, তিনি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি বর্তমানে জেলা ছাত্রলীগের সদস্য এবং এবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। অথচ তাকে সাংগঠনিক সম্পাদক করে পদের ও তার অবমূল্যায়ন করায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক না থাকায় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে যোগযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে সহসভাপতি বাপ্পীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। এদিকে ফেসবুকের মাধ্যমে রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের অনুমোদন দেয়া আংশিক কমিটির সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ স্বাধীনের পদত্যাগের বিষয়টি জানার কথা স্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা বলেন, পদত্যাগ পত্র এখনো তিনি হাতে পাননি। তবে কেউ দল থেকে পদত্যাগ করলে অন্য কার কিছু করার নেই বলে জানান তিনি।

এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ মঙ্গলবার (৯ মে) রাতে দীর্ঘ ৩৯ মাস পর রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়। ওই কমিটিতে রবিন সরকারকে সভাপতি এবং সোয়েব আক্তারকে সাধারণ সম্পাদক ও সাব্বির আহমেদ স্বাধীনকে সাংগঠনিক সম্পাদক করে অনুমোদনের ২৪ ঘণ্টা পর স্বাধীনের পদত্যাগ নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com