বাংলা হেডলাইনস পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) সকালে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন
এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সমীরণ সাধু।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি সোহরাব আলী সানা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক
সম্পাদক ইঞ্জিনিয়ার
প্রেম কুমার মন্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাস
রাসেল, মেয়র সেলিম জাহাঙ্গীর, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান,
উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান কেএম
আরিফুজ্জামান তুহিন, আওয়ামী লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, নির্মল
অধিকারী।
এসময় জিএম ইকরামুল ইসলাম, রুহুল আমিন বিশ্বাস, হেমেশ চন্দ্র মন্ডল,
বিভূতি ভূষণ সানা, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, আবুল
বাশার, বাবুল সরদার, আবদুল হাকিম গোলদার, প্রাণ কৃষ্ণ দাশ, যুবলীগ নেতা
এসএম সামছুর রহমান, শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, এমএম আজিজুল
হাকিম, জগদীশ চন্দ্র রায়, গৌরাঙ্গ মন্ডল, পরেশ মন্ডল, শেখ জামাল হোসেন, আসলাম হোসেন,
আকরামুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ফাইমিন সরদারসহ অন্যান্যরা
উপস্থিত ছিলেন।