বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শামীম হোসেন (৩৪) নামে এক মেরিন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন।
বৃহস্পতিবার এনায়েতপুর থানার কেজির মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শামীম হোসেন টাঙ্গাইল সদর উপজেলার বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে জানান, ইঞ্জিনিয়ার শামীম সামুদ্রিক জাহাজের ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকুরি করতেন। বুধবার বিকেলে তিনি সিরাজগঞ্জের বেলকুচিতে শ্বশুরবাড়ি আসেন। সেখান থেকে বৃহস্পতিবার ভোরে এনায়েতপুর হাসপাতাল এলাকায় গিয়েছিলেন। কাজ শেষে সেখান থেকে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়িতে ফেরার পথে সকাল সাড়ে ১০ টার দিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।