বাংলা হেডলাইনস: দেশে টানা চার দিন সোমবার করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে ৮ই জুন রবিবার সকাল ৮টা থেকে ৯ই জুন সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে জানানো হয় করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি এবং সংক্রমণের হার ১২.২০ শতাংশ রেকর্ড করা হয়েছে ।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯৫০০ জন।
গতকালও করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি, শনিবারও করোনায় কোনো মৃত্যু হয়নি, শুক্রবারও কোনো মৃত্যু হয়নি এবং বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
গতকাল সংক্রমণের হার ছিল ৭৫.০০ শতাংশ, শনিবার ছিল ০.০০ শতাংশ, শুক্রবারও সংক্রমণের হার ছিল ০.০০ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ১৪.২৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনায় ৫জন আক্রান্ত হয় এবং এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১৭৪৯জন।
গত ২৪ ঘণ্টায় ৬জন সুস্থ এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ লাখ ১৯৩৭৫ জন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৪১ টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট এক কোটি ৫৭ লাখ ২৬২৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।