বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্ত: উপজেলা অনুর্ধ-১৬ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ।
আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই ক্রিকেট চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম ফেরদৌস।
এসময় পৌর মেয়র মো: রমজান আলী, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট ও এনপিআই বিশ্ববিদ্যালয়ের পরিচালক ড. প্রকৌশলী মো: ফারুক হোসেন, ক্রিকেট সাব কমিটির আহবায়ক গোলাম ছারোয়ার ছানু, সদস্য সচিব প্রদীপ কুমার শিকদার রিপন উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট, এনপিআই বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে জেলার ৭টি উপজেলা ও পৌরসভা নিয়ে মোট ৮টি দল অংশ নিয়েছে।